সামার ভ্যাকেশন শেষে সেপ্টেম্বর এর প্রথম সপ্তাহেই নিউইয়র্ক এর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ফিরে যাবে স্কুলে।ভ্যাকেশন শেষে তাই সবাই নতুন ক্লাসে ফিরে যাবার সকল প্রস্তুতি নিতে শুরু করেছে ইতিমধ্যেই।জ্যামাইকার হিলসাইড এভিনিউতে ননপ্রফিট সংগঠন “ভালো’র উদ্যোগে ব্যাক টু স্কুল গিভওয়ে প্রোগ্রাম এর আয়োজন করা হয় ২২ আগস্ট বৃহস্পতিবার।দুপুর থেকেই শতশত শিক্ষার্থীরা অভিভাবকরা সহ দীর্ঘ লাইনে দাড়িয়ে ব্যাক টু স্কুল গিভওয়ে গিফট গুলো নিতে হাজির হয় “ভালো” সংগঠনটির কার্যালয়ের সামনে।ভালো’র দেয়া গিফট গুলোর মধ্যে ছিলো স্কুল ব্যাক, সকল প্রকার স্কুল সাপ্লাইস, কলম পেন্সিল সহ বিভিন্ন গিফট।আয়োজনটি চলাকালীন কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নী মেলিন্ডা কার্টস অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়ে ভালো সংগঠনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং উৎসাহ দেন।
এদিন প্রায় ৫০০ শত শিক্ষার্থী ব্যাক টু স্কুল গিভওয়ে গিফট গুলো সংগ্রহ করে। ভালো সংগঠনটি নিউইয়র্ক এর একটি ননপ্রফিট সমাজকল্যাণ মূলক সংগঠন, যারা গত কয়েকবছর যাবত বিভিন্ন সেবামূলক কর্মকান্ড করে বেশ সুনাম অর্জন করেছে। ভালোর পরিচালক শাহরিয়ার রহমান নিউইয়র্ক সময়কে জানান আমরা অনেকদিন যাবত কমিউনিটির সেবায় অনেক কাজ করে যাচ্ছি, কিন্তু তা মানুষকে দেখানোর জন্য নয়, মন থেকে সেবা করেই আমরা মানুষের পাশে থাকতে চাই।আশা করছি ভবিষ্যতে আমরা আরো বড় পরিসরে আরো বেশী মানুষের পাশে দাঁড়াতে পারবো আমরা।