ibtvusa@gmail.com

917-517-9777

দুইশর জায়গায় ২০, ড. ইউনূসের চমক

দুইশর জায়গায় ২০, ড. ইউনূসের চমক

আইবিটিভি নিউজ ডেস্ক     

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক আসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২২ থেকে ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত এ সফর করবেন তিনি। এ সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হবেন সাত জন। সাম্প্রতিক অতীত বিবেচনায় এটি একটি বড় ব্যতিক্রম। শেখ হাসিনার শাসনামালে দেড়শ থেকে দুইশ জনের বিশাল বহর নিয়ে জাতিসংঘের বিভিন্ন পোগ্রামে যোগ দেয়া হতো। এ ধরনের বড় বহর নিয়ে যাওয়ার অনেক সমালোচনাও হয়েছে। কিন্তু হাসিনার সরকার এতে রা করেনি। জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশন আগামী ১০ই সেপ্টেম্বর শুরু হবে। উচ্চ পর্যায়ের সাধারণ আলোচনা শুরু হবে ২৪শে সেপ্টেম্বর। তবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ৭ জন চূড়ান্ত হলেও ঢাকার এক কূটনীতিক জানান, নিরাপত্তাদল বাদ দিয়ে শেষ পর্যন্ত ২০-২৫ জনের মতো সফরসঙ্গী প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্ক যাবেন। প্রতিনিধিদলের সংখ্যা এখনও চূড়ান্ত নয়। প্রতিনিধিদলের বহর নিয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা নিউইয়র্কে যাবেন। প্রধান উপদেষ্টা যাদের কাজ আছে, শুধু তাদের একটি ছোট বহর নিয়ে সেখানে যাবেন। অধিবেশনে যোগ দেওয়া এবং যাওয়া-আসার সময় মিলিয়ে এক সপ্তাহের সফর হবে।