সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৭ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আমীর হামজা নামে এক ব্যক্তি মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন। মামলার অন্য আসামিরা হলেন- সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। গত ১৯শে জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মারা যান মোহাম্মদপুরের বছিলা এলাকার মুদি দোকানি আবু সায়েদ। এই ঘটনায় ওই এলাকার এক ব্যক্তি বাদী হয়ে আদালতে হত্যা মামলার আবেদন করেন। আদালত মামলার বাদীর জবানবন্দি রেকর্ড করেন। এরপর অভিযোগটি আমলে নিয়ে এজাহার হিসেবে রেকর্ড করতে মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশনা দেন আদালত। হত্যাকাণ্ডের এই মামলায় বাদী নিজে সহ ৫ জনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে। সাক্ষীরা হলেন- শেখ ইফতেখার আহমেদ, সামাদ, এস এম রকিবুল, মেশকাত ও হাসানুল ইসলাম।