নিউইয়র্কে আছেন আলোচিত আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নারায়ণগঞ্জ, নর্থ আমেরিকার আয়োজনে আড্ডায় যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ চার আসনের এমপি। উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলার সভাপতি সালমা ওসমান লিপি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া পরিচালক তানভীর আহমেদ টিটুসহ অন্যরা।
নিউইয়র্কে সফররত নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামিম ওসমানের সৌজন্যে নৈশ ভোজ ও আড্ডা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কের লং আইল্যান্ডের টিক্কা চারকোল গ্রীল রেস্টুরেন্টে এ নৈশ ভোজের আয়োজন করে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নারায়ণগঞ্জ, নর্থ আমেরিকা।
এ সময় সংসদ সদস্য শামিম ওসমান ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলার সভাপতি সালমা ওসমান লিপি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া পরিচালক তানভীর আহমেদ টিটুসহ নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট জনেরা। এসময় প্রবাসীদের নিয়ে স্মৃতিচারণ করেন শামিম ওসমান।
আয়োজকরা জানান, বাংলাদেশের অন্যতম তিন প্রভাবশালী ও জনপ্রিয় ব্যক্তিরা নারায়ণগঞ্জকে প্রতিনিধিত্ব করে আসছে দীর্ঘ দিন ধরে। তাদের নিউইয়র্ক আগমন উপলক্ষে এ মিলন মেলার আয়োজন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত নারায়নগঞ্জবাসীরা বলছেন, শামিম ওসমানের সৌজন্যে এমন আয়োজনে বেশ খুশি তারা। এই নৈশভোজ থেকে এলাকার উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।