ibtvusa@gmail.com

917-517-9777

বাংলাদেশ-ভারত সিরিজের ভেন্যু পরিবর্তন

বাংলাদেশ-ভারত সিরিজের ভেন্যু পরিবর্তন

আইবিটিভি নিউজ ডেস্ক     

এই বছরের জানুয়ারিতে ২০২৪-২৫ মৌসুমে ঘরের মাঠে সিরিজের সময়সূচি প্রকাশ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সূচিতে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচও রয়েছে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশকে আতিথেয়তা দেবে ভারত। তবে সেই সূচির ভেন্যুতে এবার পরিবর্তন এনেছে বিসিসিআই। টেস্টের সময় ও ভেন্যু আগের মতোই আছে। বদলে গেল প্রথম টি-টোয়েন্টির ভেন্যু। আগের সূচি অনুযায়ী ধর্মশালায় হওয়ার কথা ছিল প্রথম টি-টোয়েন্টি। নতুন সূচিতে ধর্মশালা থেকে সরিয়ে ম্যাচটি নিয়ে আসা হয়েছে গোয়ালিয়রে। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টিতে দেখা হবে রোহিত শর্মা-নাজমুল হোসেন শান্তদের। ৯ অক্টোবর দিল্লিতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। ১২ অক্টোবর শেষ ম্যাচ হবে হায়দরাবাদে। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই হবে ফ্লাডলাইটে। তিনটি ম্যাচ হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। তার আগে ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দুই দল খেলবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকালে ১০টায়। ২০১৯ সালে সর্বশেষ ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ দল। সেবারও তাদের বিপক্ষে দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলেছিল তারা। সেই সফরে তাদের অর্জন ছিল একটি টি-টোয়েন্টি জয়। যেটি ভারতের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচে প্রথম জয়ও। এ ছাড়া সব ম্যাচেই হেরেছে অতিথিরা।