চোকার্স’দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন ভারত। তীরে এসে তরী ডোবাতে ওস্তাদ তারা। নকআউট ম্যাচে ভেঙে পড়ার অভ্যাসের জন্য নামের সঙ্গে যুক্ত হয়েছে চোকার্স তকমা। তবে এবারের বিশ্বকাপে ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছিল দক্ষিণ আফ্রিকা। ফাইনালেও ভারতকে এক পর্যায়ে কোণঠাসা করে ফেলেছিল তারা। কিন্তু জাসপ্রীত বুমরাহ হাজির হলেন হন্তারক হয়ে। প্রোটিয়াদের আরও একবার স্বপ্নভঙ্গের বেদনায় পুড়িয়ে ১৭ বছর পর টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন হলো ভারত।
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। হাইনরিখ ক্লসেনের বিধ্বংসী ফিফটিতে ম্যাচ মুঠোয় ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু তার বিদায়ের পর পথ হারিয়ে ফেলল তারা। দলটির আশা বাঁচিয়ে রাখা ডেভিড মিলারও শেষ ওভারে ফিরলেন দলকে হতাশ করে। শেষ দিকের দুর্দান্ত বোলিংয়ে প্রোটিয়াদের হৃদয় ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করল ভারত। বারবাডোজে শনিবার রোমাঞ্চকর ফাইনালে ভারতের জয় ৭ রানে। ১৭৬ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে তারা থামিয়ে দিল ১৬৯ রানে।
১৭ বছর অপেক্ষার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। টুর্নামেন্টের উদ্বোধনী আসরে ২০০৭ সালে শিরোপার স্বাদ পেয়েছিল তারা। অবশেষে ফুরাল সেই অপেক্ষা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ বিরাট কোহলি; প্লেয়ার অব দ্য সিরিজ জাসপ্রিত বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের পর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা দল এখন ভারত। একটি করে শিরোপা আছে পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার। ভারতের এক জয়ের নায়কদের একজন ভিরাট কোহলি। আসর জুড়ে ব্যর্থতার বৃত্তে বন্দী ভারতীয় মহাতারকা নিজেকে মেলে ধরেন ফাইনালে। খেলেন ৫৯ বলে ৭৬ রানের চমৎকার এক ইনিংস। ব্যাট হাতে ৪৭ রান করে বড় অবদান রাখেন আকসার প্যাটেল।
পরে বল হাতে আলো ছড়ান আর্শদিপ সিং ও জাসপ্রিত বুমরাহ। ৪ ওভারে ২০ রান দেন আর্শদিপ, বুমরাহ দেন কেবল ১৮। তাদের প্রাপ্তি দুটি করে উইকেট। ভারতের সফলতম বোলার অবশ্য হার্দিক পান্ডিয়া। ৩ ওভারে ২০ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে ২৭ বলে সর্বোচ্চ ৫২ রান করেন হাইনরিখ ক্লসেন। কুইন্টন ডি ককের ব্যাট থেকে আসে ৩৯। ট্রিস্টান স্টাবস করেন ৩১। ভারতের কোচ হিসেবে শেষটা শিরোপা জিতে রাঙাতে পারলেন রাহুল দ্রাবিড়। গত ওয়ানডে বিশ্বকাপ দিয়েই ভারতের কোচ হিসেবে তার দায়িত্বের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। পরে বোর্ডের অনুরোধে এই টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত রয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে এটিও জানিয়ে দিয়েছেন, এরপর আর নয়।