ibtvusa@gmail.com

917-517-9777

আফগানিস্তানে জয়ে বেঁচে থাকলো বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন

আফগানিস্তানে জয়ে বেঁচে থাকলো বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন

আইবিটিভি নিউজ ডেস্ক     

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে শক্তিশালী অষ্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়েছে আফগানিস্তান। রোববার সেন্ট ভিনসেন্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৪৮ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে আফগান বোলারদের তাণ্ডবে চার বল বাকি থাকতেই ১২৭ রানে অলআউট হয় অষ্ট্রেলিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৬ বারের দেখায় এই প্রথম অস্ট্রেলিয়াকে হারালো আফগানিস্তান।এই জয়ে সুপার এইট পর্বে ২ ম্যাচে ২ পয়েন্ট আছে আফগানিস্তানের। একই অবস্থা অস্ট্রেলিয়ারও। এই পর্বে শেষ রাউন্ডের ম্যাচে ভারতের কাছে অস্ট্রেলিয়া হারলে এবং বাংলাদেশের বিপক্ষে জিতলেই সেমিফাইনালে খেলবে আফগানরা।তবে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতলেও, বাংলাদেশের বিপক্ষে জিততেই হবে আফগানিস্তানকে। তখন রান রেট বিবেচনা করা হবে। বর্তমানে অস্ট্রেলিয়ার চেয়ে রান রেটে বেশ পিছিয়ে আফগানরা। সেমিফাইনালে খেলতে হলে পরের ম্যাচে ভারতের বিপক্ষে জিতলেই চলবে অস্ট্রেলিয়ার।সুপার এইটে ২ ম্যাচ খেলে জয় না পেলে এখনও বিশ্বকাপে টিকে আছে বাংলাদেশ। শেষ রাউন্ডের ম্যাচে ভারতের কাছে অস্ট্রেলিয়া হারলে এবং আফগানিস্তানের বিপক্ষে জিতলে সেমির দৌড়ে থাকবে বাংলাদেশ। তখন রান রেট বিবেচনায় বসতে হবে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে।