ibtvusa@gmail.com

917-517-9777

সবার আগে ইউরোর শেষ ষোল নিশ্চিত করেছে জার্মানি

সবার আগে ইউরোর শেষ ষোল নিশ্চিত করেছে জার্মানি

আইবিটিভি নিউজ ডেস্ক     

ইউরো ২০২৪ এর এ-গ্রুপের ম্যাচে হাঙ্গেরিকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ ষোল নিশ্চিত করেছে স্বাগতিক জার্মানি।স্টুটগার্টের এমএইচপি অ্যারেনায় আন্তোনিও রুডিগারের ভুলে ম্যাচের একদম শুরুতেই গোল হজম করতে বসেছিল জার্মানি। তবে ম্যানুয়েল নয়ার এগিয়ে এসে জার্মানিকে রক্ষা করে।এরপর আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ম্যাচের ২২ মিনিটে ইলকাই গুন্দোয়ানের বাড়ানো বল থেকে গোল করে স্বাগতিকদের কিদ এনে দেন জামাল মুসিয়ালা।এরপর হাঙ্গেরি গোল শোধ করতে মরিয়া হয়ে উঠলেও নয়ার গোল পোস্টের সামনে দেয়াল হয়ে দাঁড়ান। আক্রমণ পাল্টা আক্রমণে শেষ হওয়া প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোন দলই। এতে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় ইউলিয়ান নাগেলসমানের জার্মানি।বিরতির পর দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে হাঙ্গেরির গোলরক্ষক পিটার গুলাসি গুন্দোয়ান ও টনি ক্রুসের নেয়া পরপর দুটি শট আটকে দিয়ে হাঙ্গেরিকে ম্যাচে রাখেন।তবে ৬৭ মিনিটে গোল করে জার্মানির জয় নিশ্চিত করেন গুন্দোয়ান। এরপর হাঙ্গেরি ম্যাচে ফেরার চেষ্টা করলেও তা সফল হয়নি।এই জয়ে এ-গ্রুপে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জার্মানি। এতে নকআউটে যাওয়া নিশ্চিত হয়েছে স্বাগতিকদের।