ibtvusa@gmail.com

917-517-9777

নিউইয়র্ক সিটিতে ট্রাম্পের পক্ষে-বিপক্ষে সমাবেশ

নিউইয়র্ক সিটিতে ট্রাম্পের পক্ষে-বিপক্ষে সমাবেশ

আইবিটিভি নিউজ ডেস্ক     

নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ট্রাম্পের সমাবেশ উপলক্ষে পাল্টা সমাবেশ ও বিক্ষোভ করেছে ট্রাম্প বিরোধীরা। এইট অ্যাভিনিউয়ের থার্টি থ্রি স্ট্রিটের একদিকে অবস্থান নেয় হাজারো ট্রাম্প সমর্থক। অন্যদিকে অবস্থা নেয় হ্যারিস সমর্থকরা। এসময় বিক্ষোভকারীরা ট্রাম্পকে ফ্যাসিস্ট ও অপরাধী বলে অভিহিত করেন।পাল্টা পাল্টি এই অবস্থানকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্তক অবস্থানে ছিলো পুলিশ ও আইনশৃংখলাবাহিনী।সমাবেশ করেছেন রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড সমাবেশ। আর এই সমাবেশে বিপক্ষে অবস্থান নিয়ে এইট অ্যাভিনিউয়ের থারটি থ্রি স্ট্রিটে বিক্ষোভ ও পাল্টা সমাবেশ করেছে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সমর্থকরা। বিক্ষোভকারীদের মতে তার অবস্থান কারাগারে হওয়া উচিত। তারা বলেন, দেশকে এগিয়ে নিতে প্রয়োজন নতুন নেতৃত্বের।এদিকে, ডেমোক্র্যাটদের এই শক্ত ঘাটিঁতে নিজেদের আধিপত্য বিস্তার করতেই মূলত ট্রাম্পের এই সমাবেশ। যা স্থানীয় নির্বাচনেও রিপাবলিকান প্রার্থীদের উজ্জীবিত করবে। সমাবেশ উপলক্ষ্যে ব্যানার প্ল্যাটুন ও জাতীয় পতাকা নিয়ে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জড়ো হয়েছে হাজারো সমর্থক।অন্যদিকে সমাবেশ উপলক্ষে বিভিন্ন সড়কে যানজটসহ লোকসমাগম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কেউ কেউ প্রকাশ্যেই তাদের বিরক্তি প্রকাশ করছেন, কেউ বা একে বিশৃঙখল পরিস্থিতি বলে মন্তব্য করেন।