ibtvusa@gmail.com

917-517-9777

ট্রাম্পের জনপ্রিয়তায় ধ্বস, এখন কি করবেন

ট্রাম্পের জনপ্রিয়তায় ধ্বস, এখন কি করবেন

আইবিটিভি নিউজ ডেস্ক     

ডনাল্ড ট্রাম্প এবং তাঁর মিত্ররা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপির কথা বলে আসলে ষড়যন্ত্রতত্ত্ব ছড়াচ্ছেন। ট্রাম্প হেরে গেলে নির্বাচনে প্রতারণা হয়েছে, এমন দাবি করার মাঠ প্রস্তুত করাই তাদের লক্ষ্য বলে সতর্ক করেছেন নির্বাচনবিশেষজ্ঞ ও কয়েকজন রিপাবলিকান নেতা। এই কৌশলের পরিণতি মারাত্মক হতে পারে। অ্যারিজোনার মেসা নগরের রিপাবলিকান মেয়র জন গিলেস বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাঁর মিত্ররা সবকিছুই করে দেখবেন, কিসে সফলতা আসে। তিনি আরও বলেন, যদি হেরে যান তবে তাঁরা দাবি করবেন, সবকিছুই ভুল ছিল। যদি হেরে যাওয়ার পরও ট্রাম্প কোনো ধরনের বিদ্রোহ-বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা না করেন, তবে তিনি খুবই অবাক হবেন। নিজে রিপাবলিকান হলেও গত মাসে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে দলটির প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের পক্ষে বক্তব্য দিয়েছেন মেয়র গিলেস। ট্রাম্প ও তাঁর মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন মাগা মিত্ররা একই সুরে ২০২০ সালের নির্বাচনে ভোটিং মেশিন এবং ড্রপ বক্সের ভোট নিয়ে প্রতারণার অভিযোগ তুলেছেন। নিজের প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে ট্রাম্প ২০২০ সালে ভোটের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন। এই অভিযোগে বিভিন্ন স্টেটে ও ফেডারেল প্রসিকিউটররা তাঁর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেছিলেন। পরে ট্রাম্প তাঁদেরও আক্রমণ করেন। এখন ট্রাম্পের মিত্ররা সেটাও প্রচার করছেন এবং দাবি করছেন, যুক্তরাষ্ট্রের নাগরিক নন, এমন অনেকে সেবার ভোট দিয়েছেন এবং তাঁদের সংখ্যা অনেক ছিল। যদিও এ দাবির পক্ষে তাঁরা কোনো প্রমাণ দেখাতে পারেননি।