রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডনাল্ড ট্রাম্প বলেছেন নভেম্বরে নির্বাচনে জয়ী হলে গ্রাহকদের আইভিএফ চিকিৎসাসেবা দেয়ার জন্য সরকার বা ইনস্যুরেন্স কোম্পানিগুলোকে তার অর্থ দেয়ার নির্দেশনা দেবেন তিনি। ট্রাম্পের এমন মন্তব্যকে শহরতলির ভোটারদের ও নারীদের সমর্থন আদায়ের একটি প্রচেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে। উসকনসিনের লা ক্রসে একটি প্রচারণামূলক ইভেন্টে ট্রাম্প বলেন, তাদের এই দেশে শিশু জন্ম দেয়ার প্রয়োজন, ঠিক না? ট্রাম্প আরও বলেছেন, তার সরকার প্রথমবারের মতো সন্তান নিতে যাওয়া দম্পতিদের জন্য তাদের ট্যাক্স থেকে নবজাতকের খরচ কমানোর প্রচেষ্টা চালাবে। ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস মনোনীত হওয়ার পর থেকেই বিভিন্ন জনমত জরিপে নারী ভোটারদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা আগের চেয়ে দুর্বল হয়ে পড়ে। রয়টার্সের একটি জরিপে দেখা যায় হ্যারিসের প্রতি নারী ভোটারদের ৪৯ শতাংশের সমর্থন রয়েছে। সেখানে ট্রাম্পকে সমর্থন করেন ৩৬ শতাংশ নারী ভোটার। বিভিন্ন সময় দেয়া ভাষণে গর্ভপাত নিয়ে ট্রাম্পের অবস্থানের সমালোচনা করেছেন হ্যারিস। এছাড়াও রিপাবলিকানরা নারীদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সহজলভ্যতা, গর্ভপাতের চিকিৎসা ও ফার্টিলিটি ট্রিটমেন্টের মতো নারীদের বিভিন্ন অধিকারের প্রতি হুমকি বলে মন্তব্য করেছেন তিনি। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন ফ্লোরিডায় গর্ভপাতের অধিকার রক্ষায় ও ছয় সপ্তাহের গর্ভপাতের নিষেধাজ্ঞা বাতিল করতে ভোট দেবেন তিনি।