সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছেন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল। ওয়াইওমিংয়ে এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন তিনি। পাওয়েল জানান, মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতার ঝুঁকি কমে এলেও শ্রমবাজারের নিম্নমুখি প্রবণতা বেড়েছে। শ্রমবাজার শক্তিশালী হলেই দেশের মূল্যস্ফীতির হার দুই শতাংশের মধ্যে রাখা সম্ভব বলেও জানান তিনি। দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি অন্যান্য সময়ের তুলনায় ভালো অবস্থানে থাকলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং শ্রমবাজারে অস্থিরতা বিদ্যমান। ফেডারেল রিযার্ভের লক্ষ্যমাত্রা অনুযায়ী, দেশে মূল্যস্ফীতির হার দুই শতাংশের মধ্যে থাকার কথা। শ্রমবাজার শক্তিশালী হলেই কেবল এই লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব।
পাওয়েল জানান, করোনা মহামারির সময় সারাবিশ্বের অর্থনৈতিক অবস্থা যেভাবে থমকে গিয়েছিলো সেই অবস্থা থেকে উত্তরণে প্রথম কাজটাই ছিলো মন্দাপরিস্থিতি থেকে দেশের অর্থনীতিকে রক্ষা করা। তিনি জানান, সঠিক পরিকল্পনার কারণে ২০২০ সালের মাঝামাঝি সময় থেকে দেশের অর্থনীতি গতি পাওয়া শুরু করে। করোনা পরিস্থিতির কারণের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহে যে ঘাটতি দেখা দেয় তার ব্যাপক প্রভাব শ্রমবাজারে দেখা গেছে বলে জানান পাওয়েল। মূল্যস্ফীতির এই হার নিয়ন্ত্রণে রক্ষণশীলতার নীতি গ্রহণ করা হয় বলেও জানান তিনি। সঠিক নীতি নির্ধারণে মুল্যস্ফীতির হার লক্ষ্যমাত্রা অনুযায়ী কমিয়ে আনা সম্ভব বলেও জানান তিনি।