ibtvusa@gmail.com

917-517-9777

নিউইয়র্কে আশা সোশাল এ্যাডাল্ট ডে কেয়ার

নিউইয়র্কে আশা সোশাল এ্যাডাল্ট ডে কেয়ার

আইবিটিভি নিউজ ডেস্ক     

এমন একটা সময় ছিলো যখন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের বাবা মায়েরা খুব একটা আসতে চাইতেন না সুদুর প্রবাসে, সন্তানদের দেখতে কিংবা নাতি নাতনিদের দেখতে কখনো কখনো নিউইয়র্কে এলেও একাকিত্ব, নিঃসঙ্গতা, বন্ধু বিহীন সুদুর প্রবাস তাদের খুব একটা টানতো না, দেশে ফিরে যেতে আকুল থাকতেন তারা। এখন দিন পাল্টেছে, সময় পাল্টেছে। নিউইয়র্কে গড়ে উঠেছে বিভিন্ন সোসাল এডাল্ট ডে কেয়ার। সিটি এবং স্টেটের বিভিন্ন ফান্ডিং এ পরিচালিত হয় এ সমস্ত সোশাল এ্যাডাল্ড ডে কেয়ার। নিউইয়র্ক জ্যামাইকার আশা হোম কেয়ার এন্ড সোশাল এ্যাডাল্ড ডে কেয়ার তাদের মধ্যে অন্যতম এবং সেরা।সপ্তাহের তিনদিন বয়স্ক জনেরা মিলিত হন এখানে।বন্ধু পরিবেস্টিত হয়ে সময় কাটান, সারাদিন খাওয়া দাওয়া, বিভিন্ন ধরনের খেলাধুলা, আড্ডা আলাপচারিতায় সময় কাটান আশা সোশাল এ্যাডাল্ড ডে কেয়ারে। বাড়ী বাড়ী গিয়ে ডে কেয়ারের গাড়ী তাদের পিকআপ করে নিয়ে আসে। আশা সোশাল এ্যাডাল্ড ডে কেয়ারে আসা প্রত্যেকেই জানান ডে কেয়ারের বিশেষ যত্ন, আতিথিয়তায় মুগ্ধ তারা সকলেই।