ibtvusa@gmail.com

917-517-9777

এবার গোপন নথি মামলা বিলম্বিত করার আহ্বান ট্রাম্পের

এবার গোপন নথি মামলা বিলম্বিত করার আহ্বান ট্রাম্পের

আইবিটিভি নিউজ ডেস্ক     

প্রেসিডেন্টের দায়মুক্তির বিষয়ে সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ের পর ট্রাম্পের আইনজীবীরা তার গোপন নথি মামলার বিচারককে মামলাটি বিলম্বিত ও খারিজ করার জন্য দুটি প্রস্তাব পুনর্বিবেচনা করতে অনুরোধ করেছেন।

ট্রাম্পের আইনজীবীরা অ্যামেরিকান ডিসট্রিক্ট জজ আইলিন ক্যাননকে গোপন নথি মামলার সমস্ত কার্যক্রম স্থগিত করতে অনুরোধ করেন।এক যুগান্তকারী রায়ে সুপ্রিম কোর্ট বলেছেন , ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন গৃহীত সরকারি কাজের জন্য ফৌজদারি মামলা থেকে দায়মুক্তি পাওয়ার অধিকার রাখেন।ট্রাম্পের অ্যাটর্নিরা স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথকে অসাংবিধানিকভাবে নিয়োগ দেয়া হয়েছিল বলে দাবি করে ক্যাননকে এই বিষয়গুলো সমাধান না হওয়া পর্যন্ত মামলাটি বিলম্বিত করতে অনুরোধ করেন।

ট্রাম্পের আইনজীবীরা লিখেছেন, ‘এই মামলার অন্যান্য অসংখ্য সমস্যা সমাধানের আগে আদালতের উচিত প্রেসিডেন্টের দায়মুক্তি এবং নিয়োগ ধারা সম্পর্কিত ট্রাম্পের চিহ্নিত প্রান্তিক প্রশ্নগুলোর পাশাপাশি অ্যাপ্রোপ্রিয়েশন ক্লজ মোশনে উপস্থাপিত বিষয়গুলো সমাধান করা।’ট্রাম্পের আইনজীবীদের এই পদক্ষেপটি সাবেক প্রেসিডেন্টের ফৌজদারি মামলাগুলোর মধ্যে দ্বিতীয় যা সম্ভবত প্রেসিডেন্টের দায়মুক্তি সম্পর্কিত সুপ্রিম কোর্টের রায়কে প্রভাবিত হতে পারে।