ibtvusa@gmail.com

917-517-9777

কোনো চাপই পাত্তা দিচ্ছেন না বাইডেন

কোনো চাপই পাত্তা দিচ্ছেন না বাইডেন

আইবিটিভি নিউজ ডেস্ক     

গত ২৭ জুন প্রতিদ্বন্দ্বি রিপাবলিকান দলের প্রার্থী ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সিএনএন টেলিভিশনের বিতর্কে নড়বড়ে পারফরম্যান্সের পর বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টির সদস্যরাও চাইছেন, যেন তিনি আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ডেমোক্র্যাট সমর্থক ভোটাররাও এখন উদ্বিগ্ন। কারণ, আগামী সাড়ে চার বছর বাইডেন রাজনীতিতে সক্রিয় থাকতে পারবেন কিনা সেটা নিয়ে ভোটারদের মনে যথেষ্ট শঙ্কা রয়েছে।

এমন পরিস্থিতিতে এবিসি নিউজকে সাক্ষাৎকার দেন বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে নতুন মেয়াদে কাজ করতে পারবেন কিনা এবং বয়স ও কাজ করার সক্ষমতাকে অস্বীকার করতে চান কিনা, সাক্ষাৎকারের প্রায় পুরোটা সময়ই বাইডেনের তা নিয়ে প্রশ্নবাণে জর্জরিত করেছেন উপস্থাপক জর্জ স্টেফানোপোলাস। জবাবে গত সপ্তাহে টেলিভিশন বিতর্কে নিজের নড়বড়ে পারফরম্যান্সের জন্য ক্লান্তি ও প্রচণ্ড ঠাণ্ডাকে দায়ী করে বাইডেন বলেন, তিনি মনে করেন না প্রেসিডেন্ট হওয়ার বা এই দৌড়ে জয়ী হওয়ার জন্য তার চেয়ে বেশি যোগ্য আর কেউ আছে।

এদিকে বিতর্কে ভরাডুবির পর আগ্রাসী নির্বাচনি প্রচারে নামার পরিকল্পনা করছেন বাইডেন। স্ত্রী জিল বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস চলতি মাসে লড়াইয়ের মূল ক্ষেত্র হিসেবে চিহ্নিত স্টেটগুলো সফর করবেন। চলতি মাসের বাকি সময়ের প্রচারণার পরিকল্পনার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্টেইটগুলোতে সফরের পাশাপাশি ৫০ মিলিয়ন ডলার খরচ করেমিডিয়ায় আগ্রাসী প্রচারণার ঘোষণা দিয়েছে বাইডেন শিবির। রোববার পেনসিলভেনিয়ায় আরেকটি সমাবেশে বাইডেনের যোগ দেওয়ার কথা রয়েছে। বাইডেন তার ভাইস প্রেসিডেন্টকে সমর্থনের জন্য ধন্যবাদও জানিয়েছেন। বাইডেন ভোটের মাঠ থেকে সরে গেলে কমলা হ্যারিসের ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।