ibtvusa@gmail.com

917-517-9777

তবুও লড়াইয়ের প্রতিশ্রুতি বাইডেনের

তবুও লড়াইয়ের প্রতিশ্রুতি বাইডেনের

আইবিটিভি নিউজ ডেস্ক     

সব চাপ উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে শেষ পর্যন্ত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জো বাইডেন। তাঁর প্রচারণা কর্মীদের সাথে কথা বলে এবং ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা ও গভর্নরদের সঙ্গে বৈঠক শেষে নভেম্বরের ভোটের লড়াইয়ে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ৮১ বছর বয়সী বাইডেন। গত সপ্তাহে তাঁর দুর্বল টিভি বিতর্কের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী। নির্বাচনী দৌঁড় থেকে সরে যেতে তার ওপর চাপ দিচ্ছেন ডেমোক্র্যাটিক পার্টির একাংশ। তারা ডেমোক্র্যাটিক প্রার্থীতায় পরিবর্তন চাইলেও, বাইডেনের নেতৃত্বেই আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

এদিকে, ডেমোক্রেটিক পার্টির অনেকেই মনে করছেন, দলের ভবিষ্যতের কথা চিন্তা করে জো বাইডেনের আগামী নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত হবে না। তাঁদের মধ্যে দলের অনেক দাতার পাশাপাশি কংগ্রেস সদস্যরাও রয়েছেন। দুজন হাউজ সদস্য জানান, কয়েক দিনের মধ্যে তাঁর দলের ২৫ জন কংগ্রেস সদস্য প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে বাইডেনের প্রতি আহ্বান জানানোর প্রস্তুতি নিতে শুরু করেছেন। রয়টার্স-ইপসসের জরিপের ফল বলছে, ডেমোক্রেটিক পার্টির প্রতি তিনজনের একজন মনে করেন, বাইডেনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসা উচিত।