ibtvusa@gmail.com

917-517-9777

বাইডেনের চেয়ে ট্রাম্পকেই পছন্দ নারী ভোটারদের

বাইডেনের চেয়ে ট্রাম্পকেই পছন্দ নারী ভোটারদের

আইবিটিভি নিউজ ডেস্ক     

নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার সহযোগীরা গুরুত্বপূর্ণ সুইং স্টেটগুলোর রিপাবলিকান সমর্থক নারীদের কাছে ডেমোক্র্যাট প্রশাসনের সাফল্যের বার্তা প্রচার করছেন। যার মাধ্যমে বাইডেন সমর্থক ও তার মিত্ররা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে ওই নারীদের থেকে সমর্থন নেয়ার জোর চেষ্টা চালাচ্ছে।বার্তা সংস্থা এপি তাদের এক প্রতিবেদনে জানায়, বাইডেন সমর্থকরা ইঙ্গিত দিচ্ছে যে তারা ব্যাপক প্রচারের মাধ্যমে রিপাবলিকান নারীদের মন জয় করতে পারবেন।চলতি মাসে পেনসিলভেনিয়ার বাক্স কাউন্টিতে কয়েক ডজন রিপাবলিকান নারীর সাক্ষাত্কারে দেখা গেছে- উল্লেখযোগ্য সংখ্যায় রিপাবলিকান নারীরা তাদের দলের মনোনীত প্রার্থী ট্রাম্পকে পরিত্যাগ করার বদলে তার নীতির পক্ষে ভোট দেয়ার কথা বলেছেন।এপি ভোটকাস্ট সমীক্ষা অনুসারে, ২০২০ সালে পেনসিলভেনিয়ার ১০ জনের মধ্যে ৬ জন নারী বাইডেনকে ভোট দিয়েছেন।কিন্তু এই বছরে অনেক নারী আবারও একই প্রার্থীদের মুখোমুখি হওয়ায় খুশি নন- এমনটাই জানাচ্ছে বেশ কিছু জরিপ।নারীদের ওপর করা কেএফএফের এক সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে এখানকার ১০ জনের মধ্যে ৬ জন নারী ভোটার প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের বিকল্প নিয়ে অসন্তুষ্ট।সমীক্ষায় অংশ নেয়া প্রায় অর্ধেক ডেমোক্র্যাট নারী ভোটার বলেছেন, তারা বাইডেনের ওপর সন্তুষ্ট না হওয়ার প্রধান কারণ তার বয়স, মানসিক এবং শারীরিক স্বাস্থ্য।এ ছাড়াও ইযরায়েল-হামাসের মধ্যে দ্বন্দ্ব, অর্থনীতি এবং প্রেসিডেন্ট হিসেবে তার কর্মক্ষমতা নিয়েও ডেমোক্র্যাটিক নারী ভোটারদের একাংশ তাদের উদ্বেগের কথা জানিয়েছেন।সমীক্ষায় আরও দেখা গেছে, নারী ভোটাররা সাধারণত ট্রাম্পের তুলনায় বাইডেন নারীদের সম্মান করে বলে তাকে খুব পছন্দ করেন।প্রায় ১০ জন নারী ভোটারদের মধ্যে ৭ জন বলেছেন বাইডেন নারীদের অনেক বা কিছুটা সম্মান করেন।কিন্তু, যখন তাদের নভেম্বরের ভোটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়; তখন নারীরা মুদ্রাস্ফীতির দিকেই ইঙ্গিত করেছেন।