ibtvusa@gmail.com

917-517-9777

আগ্নেয়াস্ত্র রাখতে পারবে না পারিবারিক সহিংসতায় জড়িতরা

আগ্নেয়াস্ত্র রাখতে পারবে না পারিবারিক সহিংসতায় জড়িতরা

আইবিটিভি নিউজ ডেস্ক     

পারিবারিক নিপীড়নকারীদের আগ্নেয়াস্ত্র রাখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া একটি আইন রায়ে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এর আগে আগ্নেয়াস্ত্রের ব্যবহার সম্পর্কিত অধিকার নিয়ে কাজ করা গোষ্ঠীগুলো দাবি করেছিল যে আইনটি অ্যামেরিকার সংবিধানের দ্বিতীয় সংশোধনী লঙ্ঘন করে।শুক্রবার দেয়া রায়ে তাদের এই দাবি খারিজ করে দিয়েছে আদালত।গভীরভাবে পর্যবেক্ষণ করা এই মামলাতে জুরিদের ভোটে ৮-১ ব্যবধানে গৃহীত এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আদালতের বেশিরভাগ রক্ষণশীল ও উদারপন্থি একই ধরণের মতামত ব্যক্ত করেছেন। ২০২২ সালে সুপ্রিম কোর্ট ব্যাপকভাবে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত বিধি-বিধান জারি করার পর থেকে প্রশ্নের সম্মুখীন হওয়া একই ধরণের অন্যান্য আইনগুলোর বিষয়ে একটি সমাধানে পৌঁছাতেও সাহায্য করবে এই রায়।এদিকে হুমকি সৃষ্টি করতে পারে এমন কোন ব্যক্তির আগ্নেয়াস্ত্র রাখার অধিকার নেই, এমন সিদ্ধান্তে আসতে আদালত দ্বিধা করেনি বলে মন্তব্য করেছেন চিফ জাস্টিস জন রবার্টস।আদালতের রায় ঘোষণার পর তিনি বলেন, ‘আমাদের আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণের ঐতিহ্য সরকারকে এমন ব্যক্তিদেরকে নিরস্ত্র করার ক্ষমতা দেয় যারা অন্য ব্যক্তিদের নিরাপত্তার জন্য হুমকি।