ibtvusa@gmail.com

917-517-9777

নিউইয়র্কে আবারো বাংলাদেশিকে গুলি

নিউইয়র্কে আবারো বাংলাদেশিকে গুলি

আইবিটিভি নিউজ ডেস্ক     

চলতি মাসের ১ তারিখে নিউইয়র্কের বাফেলোতে ঘরে ঢুকে আবরার জুবায়ের রুদ্র নামে এক বাংলাদেশি তরুণকে গুলি করেছে দুর্বৃত্তরা। চুরির ঘটনায় বাধা দিতে গেলে তাকে গুলি করা হয়।হাসপাতালে চিকিৎসা শেষে অসুস্থ অবস্থায় বর্তমানে বাসায় অবস্থান করছেন আবরার জুবায়ের রুদ্র।

এভিয়েশন বিষয়ে বোস্টনের ম্যাসাচুসেটসে গ্র্যাজুয়েশন করছেন রুদ্র। পরিবারের সদস্যরা দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে নিউইয়র্ক সিটিতে থাকার পর তার বাবা দুই বছর আগে বাফেলোর মেমোরিয়াল পার্কওয়ে এলাকায় বাড়ি কিনে সবাইকে সেখানে নিয়ে যান। বাফেলোতে আপাতত একটি প্রতিষ্ঠানে রাতের শিফটে কাজ করতেন রুদ্র।

রাতে কাজ করার কারণে ঘটনার দিন নিজ বাড়ির দ্বিতীয় তলায় একটি ঘরে ঘুমিয়ে ছিলেন রুদ্র। নিচতলায় তার মা আর তৃতীয় তলায় ভাড়াটিয়া থাকেন। ঘুমের মধ্যেই রুদ্র টের পান ঘরে চোর ঢুকেছে। দুই দুর্বৃত্তের একজন পুরুষ এবং অন্যজন ছিলেন নারী। তারা মুখোশ পরে ছিলেন। ঘরের মালামাল নিয়ে পেছনের সিঁড়ি দিয়ে চলে যাওয়ার সময় তাদের বাধা দেয়ায় রুদ্রের পায়ে গুলি করে পালিয়ে যায় তারা।

দুর্বৃত্তদের গুলিতে তার পায়ের হাড় দুই জায়গায় ভেঙ্গে গেছে। পরবর্তীতে নাইন ওয়ানে ওয়ানে কল করে তাকে স্থানীয় ইসিএমসি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। ৪/৫ দিন পর তাকে রিহ্যাবে পাঠানো হলেও অধিক রক্তক্ষরণের কারণে দ্বিতীয় দফায় আবারও হাসপাতালে ভর্তি করতে হয়। বর্তমানে বাসায় থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি।

এ ঘটনায় স্থানীয় পুলিশ দুর্বৃত্তদের খোঁজে নেমেছে। তবে আতঙ্ক কাটেনি পরিবারটির। রুদ্রের মা জানান, তার সন্তানের ভবিষৎ নিয়ে চিন্তিত তিনি। দ্রুত দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।