ibtvusa@gmail.com

917-517-9777

ট্রাম্পের বিপক্ষে অনলাইন লড়াইয়ে পিছিয়ে বাইডেন!

ট্রাম্পের বিপক্ষে অনলাইন লড়াইয়ে পিছিয়ে বাইডেন!

আইবিটিভি নিউজ ডেস্ক     

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের প্রচারণার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য কয়েক মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করছে বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টির প্রধান সুপার প্যাক ফিউচার ফরওয়ার্ড।সুপার প্যাক ফিউচার ফরওয়ার্ড ইউএসএ অ্যাকশনের প্রচেষ্টার ফলে বাইডনের ও তার ক্যাম্পেইনের এই ভাইরাল ভিডিওর যুদ্ধে ট্রাম্পের নির্বাচনি দলের থেকে অনেকটা পিছিয়ে থাকার বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়ার ঘটনাও ডেমোক্র্যাটদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

ডেমোক্র্যাটরা বলছেন পুলিশের মাধ্যমে হেরফের করা ও বিভ্রান্তিকর কনটেন্টগুলো মিলিয়ন মিলিয়ন অ্যামেরিকানের ফোনে পৌঁছানোর আগেই তারা এগুলোর ব্যাপারে সতর্ক পদক্ষেপ নিচ্ছেন।ট্রাম্প ও তার মিত্রদের ভিডিও প্ল্যাটফর্মগুলোতে আধিপত্য বিস্তার করার ক্ষেত্রে সহায়তা করা অ্যালগরিদম সম্পর্কে নিখুঁত বিশ্লেষণের জন্য পালো-অল্টো ভিত্তিক সুপার প্যাকটি অন্তত ১০ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করছে। ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ডাসটিন মস্কোভিৎজ ও লিংকডইনের প্রতিষ্ঠাতা রিড হফম্যান এই সুপার প্যাকটিকে সমর্থন করেন।এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট দুইটি সূত্রের মতে, নতুন কনটেন্ট তৈরি ও প্রকাশ করতে বামপন্থি ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কাজ করার পরিকল্পনাও করছে তারা।

আয়োজকরা জানিয়েছেন, ডেমোক্র্যাটিক গ্রুপ ওয়ে টু উইন ও হাব প্রজেক্টের সঙ্গে যৌথভাবে ফিউচার ফরওয়ার্ড গত মাসে ওয়াশিংটন ডিসির একটি হোটেলে ১৪০ জন ইনফ্লুয়েন্সারকে নিয়ে ট্রেন্ডিং আপ নামে তিনদিনের একটি ইভেন্টের আয়োজন করে।প্রচারণার ক্ষেত্রে বর্তমানে ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস ও টিকটকের ওপর মনোযোগ দিচ্ছে ফিউচার ফরওয়ার্ড।বাইডেনের পক্ষে তহবিল সংগ্রহের বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি ফিউচার ফরওয়ার্ডের প্রধান চনসি ম্যাকলিন।চলতি নির্বাচনি মৌসুমে টেলিভিশন ও ডিজিটাল বিজ্ঞাপনে ২৫০ মিলিয়ন ডলার খরচের পরিকল্পনা করা এই সুপার প্যাক তাদের কার্যক্রম সম্পর্কে প্রকাশ্যে খুব বেশি তথ্য জানায়নি।