এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের প্রচারণার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য কয়েক মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করছে বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টির প্রধান সুপার প্যাক ফিউচার ফরওয়ার্ড।সুপার প্যাক ফিউচার ফরওয়ার্ড ইউএসএ অ্যাকশনের প্রচেষ্টার ফলে বাইডনের ও তার ক্যাম্পেইনের এই ভাইরাল ভিডিওর যুদ্ধে ট্রাম্পের নির্বাচনি দলের থেকে অনেকটা পিছিয়ে থাকার বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়ার ঘটনাও ডেমোক্র্যাটদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
ডেমোক্র্যাটরা বলছেন পুলিশের মাধ্যমে হেরফের করা ও বিভ্রান্তিকর কনটেন্টগুলো মিলিয়ন মিলিয়ন অ্যামেরিকানের ফোনে পৌঁছানোর আগেই তারা এগুলোর ব্যাপারে সতর্ক পদক্ষেপ নিচ্ছেন।ট্রাম্প ও তার মিত্রদের ভিডিও প্ল্যাটফর্মগুলোতে আধিপত্য বিস্তার করার ক্ষেত্রে সহায়তা করা অ্যালগরিদম সম্পর্কে নিখুঁত বিশ্লেষণের জন্য পালো-অল্টো ভিত্তিক সুপার প্যাকটি অন্তত ১০ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করছে। ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ডাসটিন মস্কোভিৎজ ও লিংকডইনের প্রতিষ্ঠাতা রিড হফম্যান এই সুপার প্যাকটিকে সমর্থন করেন।এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট দুইটি সূত্রের মতে, নতুন কনটেন্ট তৈরি ও প্রকাশ করতে বামপন্থি ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কাজ করার পরিকল্পনাও করছে তারা।
আয়োজকরা জানিয়েছেন, ডেমোক্র্যাটিক গ্রুপ ওয়ে টু উইন ও হাব প্রজেক্টের সঙ্গে যৌথভাবে ফিউচার ফরওয়ার্ড গত মাসে ওয়াশিংটন ডিসির একটি হোটেলে ১৪০ জন ইনফ্লুয়েন্সারকে নিয়ে ট্রেন্ডিং আপ নামে তিনদিনের একটি ইভেন্টের আয়োজন করে।প্রচারণার ক্ষেত্রে বর্তমানে ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস ও টিকটকের ওপর মনোযোগ দিচ্ছে ফিউচার ফরওয়ার্ড।বাইডেনের পক্ষে তহবিল সংগ্রহের বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি ফিউচার ফরওয়ার্ডের প্রধান চনসি ম্যাকলিন।চলতি নির্বাচনি মৌসুমে টেলিভিশন ও ডিজিটাল বিজ্ঞাপনে ২৫০ মিলিয়ন ডলার খরচের পরিকল্পনা করা এই সুপার প্যাক তাদের কার্যক্রম সম্পর্কে প্রকাশ্যে খুব বেশি তথ্য জানায়নি।