প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন করে নেয়া ৫০০ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে বৈধতা দেয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ট্রাম্প প্রেসিডেন্ট বাইডেনের অভিবাসন আদেশ সম্পর্কে বলেছেন, ‘যখন আমি পুনঃনির্বাচিত হব, জো বাইডেনের সাধারণ ক্ষমার পরিকল্পনাটি ছিঁড়ে ফেলা হবে এবং ছুঁড়ে ফেলা হবে।’উইসকনসিনের রেসিনে এক নির্বাচনি সমাবেশে এ সমালোচনা করেন তিনি। এছাড়া রেসিনের নির্বাচনি সমাবেশে অ্যামেরিকার অর্থনীতির উন্নয়নে নিজেকে সেরা প্রার্থী হিসেবে দাবি করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প।ট্রাম্প উচ্চ মুদ্রাস্ফীতি ও সুদের হারের দিকটি তুলে ধরে বাইডেন প্রশাসনের নিন্দা করেছেন।ট্রাম্প বলেন, ‘কেউ আর বাড়ি কিনতে পারবে না। অ্যামেরিকানদের স্বপ্ন মারা গেছে। সুদের হার বাড়ির ছাদের মত উচ্চতায় চলে গেছে।’ এদিকে এক বিবৃতিতে ট্রাম্পের প্রচার ক্যাম্পেইন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং মজুরি বাড়াতে ব্যর্থ হওয়ার জন্য বাইডেন প্রশাসনকে দোষারোপ করেছে।