ibtvusa@gmail.com

917-517-9777

মারা গেলেন ক্লিনটনকে অভিশংসনে গুরুত্বপূর্ণ ব্যক্তি লুসিয়েন গোল্ডবার্গ

মারা গেলেন ক্লিনটনকে অভিশংসনে গুরুত্বপূর্ণ ব্যক্তি লুসিয়েন গোল্ডবার্গ

আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক     

মনিকা লিউনস্কির সঙ্গে সম্পর্কের জেরে ১৯৯৮ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে অভিশংসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি লুসিয়েন গোল্ডবার্গ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর। গোল্ডবার্গের ছেলে, রাজনৈতিক ভাষ্যকার এবং লেখক জোনাহ গোল্ডবার্গ বৃহস্পতিবার তার মায়ের চিরপ্রয়াণের কথা নিশ্চিত করেছেন। মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।