news.ibtvusa@gmail.com

917-517-9777

ওবামা ম্যাজিকের আশায় ডেমোক্র্যাটরা

ওবামা ম্যাজিকের আশায় ডেমোক্র্যাটরা

আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক     

মধ্যবর্তী নির্বাচন নিয়ে ডেমোক্র্যাটদের কপালে চিন্তার ভাঁজ। কংগ্রেসের দুই চ্যাম্বার ডেমোক্র্যাটদের হাতছাড়া হওয়ার আশঙ্কাই প্রবল। উচ্চ মূল্যস্ফীতি, গর্ভপাত আইনের মতো বিষয়ে ভোটারদের বড় অংশ রিপাবলিকানদের সমর্থন দিচ্ছে। পরাজয়ের কালো মেঘ সরাতে এখন সাবেক প্রসিডেন্ট বারাক ওবামার শেষ মূহুর্তের ম্যাজিকের দিকে তাকিয়ে ক্ষমতাসীন ডেমোক্র্যাট শিবির।

মধ্যবর্তী নির্বাচনের আর বাকী মাত্র দুই সপ্তাহ। কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ক্ষমতাসীন ডেমোক্র্যাট শিবির।

এ পরিস্থিতি শেষ মূহুর্তে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর নির্ভর করছে ডেমোক্র্যাট সেনেটর, গভর্নর এবং হাউজ সিটের প্রার্থীরা।

রিপাবলিকানদের কাছ থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ রক্ষা করতে কোনো এক অভিনব প্রচারণায় শেষ সময়ের ক্যারিশমা দেখাবেন ওবামা-সেই আশায় এখন ডেমোক্র্যাট শিবির।

শুক্রবার থেকে ব্যাটলগ্রাউন্ট জর্জিয়ায় প্রচারণা শুরু করেছেন সাবেক প্রেসিডেন্ট। তারপর অন্য গুরুত্বপূর্ণ স্টেট উইসকনসিন, নেভাডা এবং পেনসিলভেনিয়ায় প্রচারণা চালাবেন ওবামা।

এই চার স্টেটে সেনেট লড়াইয়ে রিপাবলিকানরা এগিয়ে রয়েছে। যা ডেমোক্র্যাট প্রার্থীদের মাথা ব্যথা বাড়িয়েছে।

সেনেটের নিয়ন্ত্রণ নিতে শুধু একটা সিট দরকার রিপাবলিকানদের। সেজন্য নেভাডা এবং জর্জিয়াকে টার্গেট করেছে তারা। হাউজ সিটে জিতেও বাজিমাত করতে চায় রিপাবলিকান পার্টি।

দুই চ্যাম্বারে নিয়ন্ত্রণ নিতে পারলে প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য বাধার দেয়াল হয়ে দাড়াতে পারবে গ্র্যান্ড অউল্ড পার্টি। রিপাবলিকানরা সেনেট-হাউজে নিয়ন্ত্রণ নিলে ফেডারেল বিচারক, প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরু সহ অনেক কিছুই আটকে যেতে পারে।

এদিকে রয়টার্স-ইপসসের সবশেষ জরিপেও প্রসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তা কমেছে। বর্তমানে জনপ্রিয়তা কমে দাঁড়িয়েছে ৩৯ শতাংশ।

এসব কারণেই সুইং স্টেটে ওবামা ম্যাজিককে কাজে লাগাতে চায় ডেমোক্র্যাট শিবির। কিন্তু ওবামা ম্যাজিকে কী রক্ষা হবে ক্ষমতাসীনদের পরাজয়-সেটাই এখন দেখার পালা।