news.ibtvusa@gmail.com

917-517-9777

মারা গেলো গিনেস বুকে নাম লেখানো সেই কুকুর

মারা গেলো গিনেস বুকে নাম লেখানো সেই কুকুর

আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক     

চলতি বছরই বেশি বয়স্ক কুকুর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছিল পেবলসের। সেই পেবলসই মারা গেছে। সাউথ ক্যারোলাইনায় কুকুরটি নিজের মনিবের ঘরেই মারা যায়। স্বাভাবিকভাবেই পেবলসের মৃত্যু হয়েছে। আর পাঁচ মাস পরেই কুকুরটির ২৩ বছর বয়স হতো। ২০০০ সালের ২৮ মার্চ নিউ ইয়র্কের লং আইল্যান্ডে জন্মগ্রহণ করে পেবলস। ববি এবং জুলি গ্রেগরি দম্পতির কাছে ছিল কুকুরটি। পেবলস বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর হওয়ার তথ্যটি যখন ভাইরাল হওয়ার পর এটি বিশ্বকে হতবাক করে দেয়। পেবলসের আগে বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর ছিল টোবিকিথ। তবে টোবিকিথের বয়স ২১ শোনার পরই ববি এবং জুলি গ্রেগরি তাদের কুকুরের বিষয়টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষকে জানায়।