news.ibtvusa@gmail.com

917-517-9777

আরেক সপ্তাহ ফ্লাইট বিড়ম্বনা পর এখন সহজে রিফান্ড পাওয়ার আশা

আরেক সপ্তাহ ফ্লাইট বিড়ম্বনা পর এখন সহজে রিফান্ড পাওয়ার আশা

আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক     

এ উইকেন্ডেও হাজারো ফ্লাইট বাতিল এবং বিলম্ব হয়েছে। এখনও এয়ারলাইন্সগুলো কর্মী সঙ্কটে কারণে শিডিউল ঠিক রাখতে লড়াই করতে হচ্ছে। ফ্লাইট বাতিলের পর এখন সহজে রিফান্ড পাওয়ার প্রত্যাশা করছেন যাত্রীরা। লা গার্ডিয়া এয়ারপোর্টে অনেক যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা ফ্লাইটের আশায় কাটাতে হয়েছে। অনেকেই ২৪ ঘণ্টার বেশি অপেক্ষায় থেকেও ফ্লাইট পায়নি। শিকাগো ও’হেয়ার এয়ারপোর্টে একই দৃশ্য চোখে পড়েছে। রোববার এবং সোমবার ১০ হাজারেরও বেশি ফ্লাইট বিলম্বে ছেড়েছে। হাজারেও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। পাইলট সঙ্কট, কর্মী সঙ্কট এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলার স্বল্পতার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর জন্য এয়ারলাইন্সকে দায়ী করছেন ট্রান্সপোর্টেশন আইনজীবীরা।