news.ibtvusa@gmail.com

917-517-9777

২৮০ বিলিয়ন ডলারের কম্পিউটার চিপ বিলে সই বাইডেনের

২৮০ বিলিয়ন ডলারের কম্পিউটার চিপ বিলে সই বাইডেনের

আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক     

কম্পিউটার চিপের বাজার নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার ২৮০ বিলিয়ন ডলারের একটি বিলকে সই করে আইনে পরিণত করলেন প্রেসিডেন্ট জো বাইডেন।

বর্তমানে চিপের এই বাজার নিয়ন্ত্রণ করছে চায়না। তাই উৎপাদন বাড়িয়ে চিপের বাজার সম্প্রসারণে বাইডেন প্রশাসনের নতুন আইনের মাধ্যমে আগামী ৫ বছর ধরে সরাসরি আমেরিকার অভ্যন্তরে ২৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এর ফলে সেমিকন্ডাক্টর বা কম্পিউটার চিপের জন্য আমেরিকাকে আর বৈদেশিক রাষ্ট্রের উপর নির্ভর করতে হবে না।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বাইডেনের এই পদক্ষেপ মূলত চায়নার রমরমাকে বন্ধ করার প্রয়াস।

সম্প্রতি তাইওয়ান সফরে গিয়ে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন বা টিএসএমসির চেয়ারম্যান মার্ক লুইয়ের সঙ্গে বৈঠক করেছিলেন আমেরিকার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি।

আগামী দিনের দিকে তাকিয়ে তাইওয়ান তথা চায়না নিয়ন্ত্রিত চিপ বাজারের বিকল্প নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। মঙ্গলবার তাতেই সিলমোহর পড়েছে।