news.ibtvusa@gmail.com

917-517-9777

এফবিআই'র তল্লাশি অবাক করার মতো: ট্রাম্প

এফবিআই'র তল্লাশি অবাক করার মতো: ট্রাম্প

আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক     

এদিকে ফ্লোরিডার বাড়িতে এফবিআইয়ের তল্লাশির ঘটনায় তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

তিনি এই ঘটনাকে জাতির জন্য একটি অন্ধকার অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন।

সোমবার এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, পাম বিচের মার-এ-লাগো বাড়িটি এফবিআই-এর বড় একটি দল দখল করেছে।

তিনি দাবি করেছেন, সরকারের সংশ্লিষ্ট সব সংস্থাকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। যাতে করে তার বাড়িতে অঘোষিত অভিযান প্রয়োজন না হয়।

ট্রাম্প বলেছেন, তাকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়া থেকে ঠেকাতে বিচার ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার মতো ঘটনা এটি।

ট্রাম্প আরও বলেন, এমন আক্রমণ শুধু ভেঙে পড়া তৃতীয় বিশ্বের দেশে ঘটতে পারে।

দুঃখের বিষয়, আমেরিকা এখন তেমন একটি দেশে পরিণত হয়েছে সাবেক প্রেসিডেন্টের ছেলে এরিক ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, মার-এ-লাগোতে এফবিআই-এর অভিযান ন্যাশনাল আর্কাইভসের তথ্য পরিচালনা সংশ্লিষ্ট।

ট্রাম্প যখন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তখন মার্কিন আইন-শৃঙ্খলাবাহিনীর নজরদারীর নাটকীয় অগ্রগতি ঘটলো।